নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে গোপন বৈঠক থেকে ‘ইসলামী সমাজ’ নামে একটি সংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থেকে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা পাহাড়তলীর মৌসুমী আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো তাদের আটক করা হয়।
তিনি বলেন, ‘ইসলামী সমাজ’ নামে এই সংগঠনের নাম কিংবা কার্যক্রমের বিষয়ে আগে কখনও শুনিনি। তারা নিজেদের ‘ইসলামী সমাজ’র বিভিন্ন পদে আছে বলে জানিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা