ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | করোনাভাইরাসে স্পেনের রাজকুমারী মারিয়া তেরেসার মৃত্যু

করোনাভাইরাসে স্পেনের রাজকুমারী মারিয়া তেরেসার মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা গেছেন স্পেনের রাজকুমারী মারিয়া তেরেসা। করোনাভাইরাসে এটিই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের মৃত্যু।

তেরেসার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বোর্বন ফেসবুকে রোববার এ খবর জানিয়েছেন। তিনি জানান, মারিয়া তেরেসার কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। শুক্রবার স্পেনের মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

‘দ্য ইকোনোমিক টাইমস’ জানায়, প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বর্বোন বাসেটের কন্যা মারিয়া তেরেসার জন্ম ১৯৩৩ সালের ২৮ জুলাই ফ্রান্সে এবং সেখানেই পড়াশোনা করেছিলেন তিনি। প্যারিস এবং মাদ্রিদের বিশ্ববিদ্যালয়েও তেরেসা অধ্যাপনা করেছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি স্পষ্টভাষী হিসাবে পরিচিত ছিলেন তেরেসা। এ কারণে তাকে বলা হত ‘রেড প্রিন্সেস’।

স্পেনে করোনাভাইরাস মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশটিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার এক রাতের মধ্যেই দেশটিতে ৮৩৮ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ৫২৮ জনে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!