Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজার পৌঁছেছেন জাপান, জার্মান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার পৌঁছেছেন জাপান, জার্মান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

rohinga-20171119123719

নিউজ ডেক্স : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাপান, জার্মান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। রোববার সকালে তারা কক্সবাজার পৌঁছান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি তাদের সঙ্গে রয়েছেন।

এরা হলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি কক্সবাজারের উদ্দেশে তেজগাঁও বিমান ঘাঁটি ত্যাগ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথাও বলবেন তারা। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!