Home | দেশ-বিদেশের সংবাদ | এবার বিমান চালাবেন সৌদি নারীরা

এবার বিমান চালাবেন সৌদি নারীরা

hanadi

নিউজ ডেক্স : সৌদি আরবে একসময় বাইরে বেরিয়ে কিছু করার অনুমতিই ছিল না নারীদের। রক্ষণশীল সৌদিতে কিছুদিন আগে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়েছে। এবার শিগগিরই দেশটির নারীরা বিমানের পাইলটের খাতায় নাম লেখাতে যাচ্ছেন।

নারীদের বিমান চালানোর প্রশিক্ষণ স্কুল চালুর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। অক্সফোর্ড অ্যাভিয়েশন অ্যাকাডেমি নারীদের প্রশিক্ষণ স্কুল চালু করেছে। ইতোমধ্যে প্রায় একশ’ নারীর আবেদন জমা পড়েছে। প্রশিক্ষণ নেয়ার আগ্রহ এত বেশি, যে সেপ্টেম্বরেই দাম্মাম শহরে এ সংস্থা তাদের আরো একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু গাড়ি বা বিমান চালানো নয়, রক্ষণশীল সৌদি আরবে মেয়েদের ওপর বহু ধরনেরই সামাজিক বিধি-নিষেধ রয়েছে। তবে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছে সৌদি। এখন মেয়েদের জন্যে সবধরনের কর্মক্ষেত্রেই কাজ করার অনুমতি দেয়া হয়েছে।

অক্সফোর্ড অ্যাভিয়েশন থেকে যে নারীরা প্রশিক্ষণ নেবেন, তাদের তিন বছরের ট্রেনিং হবে। সেখানে হাতে-কলমে এবং বিমান চালিয়ে কাজ শেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!