শাহ্সূফি সৈয়দ মুহাম্মদ আবদুল খালেক (রহ.) ওরফে হযরত জুলফিকার সূফি (রহ.) এর বার্ষিক ওরশ শরিফ ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আগামীকাল ১৩ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে লোহাগাড়াস্থ দক্ষিণ শুকছড়ি চিশতীয়া দরবার শরিফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গৃহিত কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন মজিদ, খতমে সিহাহ সিত্তাহ, মাজারে গিলাফ চড়ানো ও মাহফিলে ছেমা।

মাহফিলে সভাপতিত্ব করবেন শাহ্ সুফি সৈয়দ মাওলানা নাছেরুল হক চিশতী (ম.জি.আ)। -খবর প্রেস বিজ্ঞপ্তির