
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা প্রকাশ করা হচ্ছে।
গত ২৯ নভেম্বর (শনিবার) এ ঘটনায় ভূক্তভোগী প্রবাসী মো. ইব্রাহিম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মৃত মোজাহার মিয়ার পুত্র। এতে একই এলাকার মোহাম্মদ শফিসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে।

সাধারণ ডায়েরী সূত্রে জান যায়, ঘটনাস্থলে পৈত্রিক সম্পত্তিতে বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জবরদখল করে স্থাপনা নির্মাণের কাজ করছিল। এ সময় বাধা দিতে গেলে বিবাদীরা ভূক্তভোগীসহ পরিবারের সদস্যদের মারধরের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেন। বিবাদীরা আদেশ অমান্য করলে যেকোনো সময় সংঘর্ষের আশংকা প্রকাশ করা হচ্ছে।
অভিযুক্ত রমজান আলী জানান, আমরা সব সময় সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করতে রাজি থাকলেও ইব্রাহিম ভিন্নখাতে নিয়ে যায়। বিরোধীয় জায়গায় স্থিতাবস্থা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালতের নির্দেশ থাকলেও কেন স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছিল জানতে চাইলে কোনো সদোত্তর দিতে পারেননি তিনি।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, আদালতের নির্দেশ থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner