ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | নিজ ধর্ম সঠিকভাবে পালনে গড়ে উঠবে অন্যায়মুক্ত সমাজ: শাহজাহান চৌধুরী

নিজ ধর্ম সঠিকভাবে পালনে গড়ে উঠবে অন্যায়মুক্ত সমাজ: শাহজাহান চৌধুরী

এলনিউজ২৪ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নিজ ধর্ম সঠিকভাবে পালনে গড়ে উঠবে অন্যায়মুক্ত সমাজ। ধর্ম শুধু আচার-অনুষ্ঠান নয়, বরং সততা, সহানুভূতি ও ন্যায়ের পথচলা। প্রত্যেকে যদি তার ধর্মের মূলনীতি মেনে চলে, তবে সমাজে হিংসা, দুর্নীতি, অবিচার ও অন্যায় আপনাতেই কমে যাবে। কারণ সব ধর্মই শিক্ষা দেয় মানবিকতা ও ন্যায়বিচার। তাই সত্যিকার অর্থে ধর্ম পালন মানেই শান্তি ও সহাবস্থানের পথে অগ্রসর হওয়া। বুধবার (১ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেকটি পূজামন্ডপে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মন্ডপ কমিটির সাথে যোগাযোগের দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে সবার অধিকার সমান এবং সকলে বাংলাদেশী। একজন মুসলমানের যে অধিকার আছে, একজন সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীরও সেই অধিকার রয়েছে। আমরা এদেশের মানুষের কল্যাণ চাই, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবাই ভালো থাকতে পারবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি ব্যক্তিদের পূজামন্ডপ পরিদর্শন প্রমাণ করে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী মাওলানা অধ্যক্ষ আ.ন.ম নোমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন দাশ ও সাধারণ সম্পাদক অর্জুন দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!