Home | দেশ-বিদেশের সংবাদ | সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু

সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু

নিউজ ডেক্স: আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম ওই এলাকার আমির হোসেনের ছেলে। সে দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, জাহেদুল ইসলামকে হাসপাতালে আনা হলে তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!