Home | ব্রেকিং নিউজ | মেয়ের বিয়ের জন্য জমানো টাকাসহ আগুনে বসতঘরের সবকিছু পুড়ে ছাই

মেয়ের বিয়ের জন্য জমানো টাকাসহ আগুনে বসতঘরের সবকিছু পুড়ে ছাই

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মেয়ের বিয়ের জন্য তিলে তিলে জমানো টাকাসহ বসতঘরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রোসাইঙ্গা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের নাম রহিমা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিজেদের মাথা গোঁজার ঠাই নেই। প্রতিবেশীর জায়গায় সামায়িকভাবে টিনশেডের একটি ঘর নির্মাণ করে অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। ঘটনার রাতে বসতঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বসতঘর লাগোয়া গোয়ালে থাকা ৩টি গরুও আগুনে পুড়ে গুরতর আহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত রহিমা বেগম জানান, তিনি মুরগির খামারে কাজ করে মাসে ১০ হাজার টাকা উপার্জন করেন। এ টাকা দিয়েই অসুস্থ স্বামীর সংসারের যাবতীয় খরচ চলে। এর বাইরে গরু পালন করে কিছু টাকা উপার্জন করেন। তার বড় মেয়ে মাধ্যমিক পাস করেছে। এখন বিয়ের কথাবার্তা বলছে। মেয়ের বিয়ের জন্য তিলে তিলে ৩৭ হাজার টাকা জমিয়েছিলাম। ছোট ছেলে পঞ্চম শ্রেণি ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে। আগুনে নগদ টাকাসহ বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাকি দিন কিভাবে চলছেন এটি নিয়েই এখন চিন্তিত।

চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইয়াছিন জানান, আগুনে পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিচ্ছি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!