Home | দেশ-বিদেশের সংবাদ | বৈদেশিক ডাকের চালানে এলো পিস্তল

বৈদেশিক ডাকের চালানে এলো পিস্তল

নিউজ ডেক্স : বৈদেশিক ডাকের মাধ্যমে ইতালির রোম থেকে গৃহস্থালী পণ্যের ঘোষণায় আসা চালানে দু’টি ৮এমএম পিস্তল, দু’টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আজ রোববার পেপার কার্টনের ভেতর থেকে এসব জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, ইতালির রোম থেকে চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক প্রবাসী। চালানটি তিনি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামের অপর এক ব্যক্তির ঠিকানায় পাঠান।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে ফ্রাইফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!