Home | দেশ-বিদেশের সংবাদ | প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ না করার আহ্বান জানিয়েছে বোয়াফ

প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ না করার আহ্বান জানিয়েছে বোয়াফ

boaf-org2-20180125181203

নিউজ ডেক্স : যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)। সংগঠনটির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নয়, প্রশ্ন ফাঁস বন্ধ করুন। বৃহস্পতিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা চলার সময় ফেসবুক বন্ধ রাখার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এটা অত্যন্ত দুঃখজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত। এ যেন মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার উদ্যোগ।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নৈরাজ্য, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ এবং প্রশ্নফাঁস বন্ধ করার ব্যর্থতা মোচনে ফেসবুক বন্ধ কোনও সমাধান নয়। আর ফেসবুক বন্ধ হলে আউটসোসিংসহ ই-কমার্স খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, সরকারের উচিত হবে, প্রশ্নফাঁস বন্ধে সুনির্দিষ্ট মনিটরিং সেল গঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!