Home | দেশ-বিদেশের সংবাদ | পুড়িয়ে ফেলা হলো শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩৩ স্মার্টফোন

পুড়িয়ে ফেলা হলো শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩৩ স্মার্টফোন

image_750x_5e00d867bc588

নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকার বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়ে ৩৩৩টি স্মার্টফোন পুড়িয়ে ফেলেছে র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন এনে বিক্রয় করছে। এতে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যে সব ব্যবসায়ী মোবাইল আমদানি করে বিক্রয় করছে তারা অসাধু ব্যবসায়ীদের সঙ্গে মার্কেটে টিকতে পারছে না।’ -জাগো নিউজ

তিনি আরও বলেন, ‘র‌্যাব-৭ এ ধরনের অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটে বিশেষ গোয়েন্দা দল নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ডিসেম্বর) মহানগরীর পাঁচলাইশ ও খুলশী থানাধীন এলাকায় সানমার ওশান সিটি, ইউনুছ সিটি সেন্টার ও ফিনলে স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে ৩৩৩টি মোবাইল ফোন জব্দ করে। এছাড়া ১৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে।’

র‌্যাবের এ কর্মকর্তা জানান, অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, বিটিআরসির উপ-পরিচালক রোকসানা বেগমের উপস্থিতিতে জব্দকৃত স্মার্টফোনগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে ২ লাখ ৪০ হাজার টাকা আদায়কৃত জরিমানা সরকারি কোষাগারে জমা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!