Home | দেশ-বিদেশের সংবাদ | থানচিতে ৪ দিন ভ্রমণ না করার আহ্বান পর্যটকদের

থানচিতে ৪ দিন ভ্রমণ না করার আহ্বান পর্যটকদের

1c7319d14afb9311ba00fb7e5922cfab-57c6191b05ded

নিউজ ডেক্স : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে। আগামী ১৬-১৯ মার্চ পর্যন্ত এ উপজেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল।

তিনি জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে নির্বাচনের আগের দিন থেকে সব ধরনের মোটরযান বন্ধ থাকে। বিজিবি, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের যাতায়াতের জন্য জেলা-উপজেলার সব যানবাহন রিকুইজিশন করা হয়েছে। ফলে পর্যটকরা এ উপজেলায় ভ্রমণ করতে এলে যানবাহন সংকটে পড়বেন।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে বান্দরবানের ৭টি উপজেলায় ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন’ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!