ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ২২ হাজার ছাড়িয়ে

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ২২ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার (৭ ফেব্রুয়ারি) ঘটা ভূমিকম্পে তুরস্কেই মারা গেছে ১৯ হাজার হাজার ৩৮৮ জন। আহত হয়েছেন ৭৭ হাজার ৭১১ জন। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যা ১৯৯৯ সালে তুরস্কে ঘটা ভূমিকম্পে হতাহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

মাল্যতা শহরে দেওয়া এক বক্তৃতায় এরদোয়ান আরও বলেন, সরকার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলের লোকদের স্থানান্তর করবে। এর জন্য তাদের কোনো অর্থ খরচ করতে হবে না। পুরো ব্যয় সরকার বহন করবে।

সিরিয়ান সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট জানিয়েছে, দেশের বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ২ হাজার ৩৭ জন মারা গেছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃত্যু হয়েছে তেরশ ৪০ জনের।

ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তুরস্ক ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বহু দেশ সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!