ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ডাকসু নির্বাচন: ঢাবি এলাকায় সর্বসাধারণের চলাচল ৩৪ ঘণ্টা বন্ধ

ডাকসু নির্বাচন: ঢাবি এলাকায় সর্বসাধারণের চলাচল ৩৪ ঘণ্টা বন্ধ

নিউজ ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ৩৪ ঘণ্টার জন্য সর্বসাধারণের চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ থাকবে। এর মধ্যে শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ অন্তর্ভুক্ত।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব স্ব পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র অবশ্যই সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা শিক্ষার্থী নন এমন পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়ার জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

এদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!