Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফে পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

টেকনাফে পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

Untitled-1

নিউজ ডেক্স : টেকনাফে দালান ঘর-মার্কেট নির্মাণের জন্য পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার জলিয়ার বাপের পাহাড় কাটার সময় পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আজিজের পুত্র ইসলাম মিয়া (৫৫) পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে অজ্ঞান হয়ে পড়ে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হ্নীলা উপস্বাস্থ্য কমপ্লেক্স হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির স্ত্রী, ৭ ছেলে-মেয়ে রয়েছেন।

ইসলাম মিয়ার ফুফাত ভাই ফরিদুল আলম জুয়েল জানান, পাহাড় কাটা শুরুর পূর্বেই ইসলাম মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ও বমি করে অজ্ঞান হয়ে পড়ে পরে হাসপাতালে মারা যায়।

স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোসাইন বলেন, ‘ইসলাম মিয়া পাহাড় কাটতে গিয়েই মাটি চাপা পড়ে হাসপাতালে মারা যায় বলে জেনেছি। মৃতদেহ দাফনের জন্য বাড়িতে আনা হয়। রাত ৯টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

এদিকে স্থানীয় সূত্রের দাবি, উক্ত এলাকায় সংঘবদ্ধ ইয়াবা কারবারীদের রাজত্ব শুরু হওয়ায় আলিশান বাড়ি ও দোকান-মার্কেট নির্মাণের প্রতিযোগিতায় নামা ইয়াবা কারবারীদের নগদ টাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় পাহাড় নিধনের পাশাপাশি মাটি চাপার ঘটনায় প্রাণহানি ঘটে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!