Home | দেশ-বিদেশের সংবাদ | জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

142620speaker-and-deputy-speaker

নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার।

শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। সেই অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে সরকার দলীয় এবং বিরোধী দলের সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের ধারায় আরো এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে জনগণকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!