Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজার সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

untitled-1-20190118180103

নিউজ ডেক্স : কক্সবাজার সৈকতের ঝাউবনের লাগোয়া সরকারি জমিতে গড়ে ওঠা ঝুপড়ি ঘরগুলো উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব ঘরে ছিনতাইকারীর অবস্থানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের অভিযোগ ওঠার পর প্রশাসন নড়েচড়ে বসে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পশ্চিম বাহারছড়ার এসব ঝুপড়িতে উচ্ছেদ অভিযান চালনো হয়।

সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো বসন্ত কুমার চাকমা বলেন, কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া ঝাউবাগানের নিকটবর্তী বাহারছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার খাস জমি দখল করে বেশ কয়েকটি অবৈধ বসতবাড়ি, দোকান ও টমটম গ্যারেজ গড়ে তুলে দুর্বৃত্তরা। এলাকাবাসীর অভিযোগ অবৈধ এসব ঝুপড়ি চোর-ডাকাত ও ছিনতাইকারীদের আড্ডায় পরিণত হয়েছিল। এটি জানার পর স্থাপনাগুলো উচ্ছেদে অভিযান চালানো হয়।

শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসারসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পর্যটন এলাকাকে অপরাধমুক্ত রাখতে সৈকত তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কক্সবাজারকে একটি নিরাপদ পর্যটন জোন হিসেবে গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!