নিউজ ডেক্স : ৩৮তম বিসিএসে অনলাইনে আবেদনে জাতীয় পরিচয়পত্র বাধ্যাতামূলক নয়। তবে লিখিত বা ভাইবা পরীক্ষার সময় তা বাংলাদেশ কর্ম কমিশনে (পিএসসি) প্রদর্শন করতে হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। বিজ্ঞাপনের কোথাও তা বাধ্যতামূলক উল্লেখ করা হয়নি।
জানা গেছে, পিএসসির বিজ্ঞাপনের ১৪ (৬) অনুচ্ছেদে বলা বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে। কমিশন কর্তৃক নির্দেশিত সময়ে তা প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত কপি জমা দিতে হবে। যদি কারো জাতীয় পরিচয়পত্র হারায় বা নষ্ট হয় তা পুনঃপ্রাপ্তির যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র কমিশনকে লিখিভাবে জানাতে হবে।
-জাগো নিউজ