ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট : বিদ্যুৎ সচিব

২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন হবে ২৪ হাজার মেগাওয়াট : বিদ্যুৎ সচিব

Unnayon-Mela_2018_Gymneshiu

নিউজ ডেক্স : ‘এ সরকার যখন ক্ষমতায় আসেন তখন দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র সাড়ে ৩ হাজার মেগাওয়াট। এখন তা ১৮ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১৯৭৭ সালে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠাকালীন দেশে গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৩৮ লাখ। এখন পল্লী বিদ্যুতের গ্রাহক ২ কোটি ৪০ লাখ।’

নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগামী ২০২১ সালের আগে দেশের বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি সচিব আরও বলেন, ‘সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, দোহাজারী থেকে কক্সবাজার ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ, ঢাকায় মেট্রোরেল প্রকল্প, ঢাকা-চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণসহ আরো বড় বড় মেগা প্রকল্পগুলোর কাজ আজ দৃশ্যমান। এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায় রচিত হবে।

এ সময় তিনি বলেন, মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে ইকোনমিক জোন। এখানে প্রায় দশ লাখ লোকের কর্মসংস’ান হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশের অনেক মানুষ এ সরকারের উন্নয়ন সম্পর্কে জানে না। মাঠ পর্যায়ে সরকারের দৃশ্যমান উন্নয়ন ও নীতি নির্ধারণী বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে সারাদেশে একযোগে জাতীয় উন্নয়ন মেলার আয়োজন।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এসএম রবিউল হাসান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৯টায় মেলা উপলক্ষে সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা-উপজেলার সাথে বাংলাদেশ টেলিভিশনে সংযুক্ত হয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’। সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ১২০টি প্রতিষ্ঠানের ১৭০টি স্টলে বর্তমান সরকারের আমলের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনের চিত্র এবং সেবাগুলো তুলে ধরা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!