Home | লোহাগাড়ার সংবাদ | ১৪ এপ্রিল অধ্যাপক নাজিম উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী

১৪ এপ্রিল অধ্যাপক নাজিম উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী

160

এলনিউজ২৪ডটকম : ১৪ এপ্রিল লোহাগাড়ার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ নাজিম উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী। লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবার তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও স্মরণ করছি। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিনের দেয়া তথ্য সূত্রে জানা যায়, ১৯৪২ সালের ১ জুলাই উপজেলা সদরের মহুরী পাড়ায় তাঁর জন্ম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত øেহভাজন ছিলেন। ১৯৯৯ সাল হতে অনন্তকাল পর্যন্ত তাদের বাড়ির সামনের পুকুর পাড়ের নৈঋর্ত (দক্ষিণ-পশ্চিম) কোণে শুয়ে আছেন। থাকবেন। এ পুকুরে বঙ্গবন্ধু ডুব-সাঁতার কেটেছেন। মাছ ধরেছেন। ১৯৫৪ ও ১৯৫৬ সন থেকে নবম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হাতেই রাজনৈতিক দীক্ষা নিয়েছেন। এ কথা সত্যি বঙ্গবন্ধু বেঁচে থাকলে নাজিম উদ্দিনের মূল্যায়ন হতো। ১৪ এপ্রিল আসে-যায় কোনদিন তার মৃত্যুদিবস পালিত হয়না। শোকসভা হয়না। যে যার মত ব্যস্ত। তার প্রিয় সংগঠন আওয়ামীলীগ আজ ক্ষমতাসীন। নাজিম উদ্দিনের সুহৃদ বন্ধু-বান্ধব আজ অনেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!