______মুহাম্মদ সোলাইমান______
একটু একটু দেখাতে হয়
মনের সাথে মন বিনিময়,
মন বিনিময় হওয়ার পরে
ভালবাসা শুরু হয়।
ভালবাসা শুরু হলে
মনটা কেমন করে,
একটু প্রিয় আড়াল হলে
অশ্রু শত ঝরে।
হাতে ধরি, পায়ে পড়ি
ভালবাসা দাও আমায়,
আধাঁর থেকে আলোতে যাব
হাত দুটি ধরে তোমায়।
হৃদয়ে যেন আছে আমার
সুন্দর এক ফুল বাগান,
সেই বাগানে রাখব তোমায়
মন করে তাই আনচান।
