Home | দেশ-বিদেশের সংবাদ | সড়ক দূর্ঘটনায় দু’এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় দু’এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

189350_1

নিউজ ডেক্স : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হলদারপাড়া গ্রামের আবদুল মোমিন (৩৫), তার ছেলে মোস্তাফিজুর রহমান (১৬) ও পুঠিয়া সদরের হাবিল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (১৬)। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন বলেন, আবদুল মোমিন তার ছেলেসহ দুই এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে উপজেলার তারাপুর এলাকায় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মরদেহ তিনটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!