Home | দেশ-বিদেশের সংবাদ | সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

narsingdi-saudi-arab-20190305135557 (1)

নিউজ ডেক্স : সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মদিনার জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার নাজিম উদ্দিন (৬০) ও তার চাচা জয়নাল আবেদীন (৭৫)। নাজিম উদ্দিন সুতার ব্যবসা করতেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও তার চাচা জয়নাল আবেদীন ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে যান। সৌদিতে ওমরাহ পালন শেষে সোমবার সন্ধ্যায় নাজিম ও জয়নাল পরিবারের অন্য সদস্যদের নিয়ে মদিনায় যাচ্ছিলেন। পথে তারা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে গাড়ি থেকে নামেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম ও জয়নাল মৃত্যু হয়।

জয়নালের ছেলে হানিফ মিয়া জানান, গত ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) তাদের পরিবারের সাত সদস্য ওমরা হজ পালনে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে মদিনা যাওয়ার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নাজিম উদ্দিন মেয়ের জামাই ওবাইদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে অনা হবে না। পরিবারের পক্ষ থেকে তাদের মরদেহ মদিনাতেই দাফনের সিদান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!