ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | সূফিনগর যুব ঐক্য’র উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু

সূফিনগর যুব ঐক্য’র উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু

IMG_20170628_225140

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি সূফিনগর ঐক্য’র উদ্যোগে ২৮ জুন বিকেলে ৬ষ্ট তম ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা শুরু হয়েছে।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সূফিনগর মোহামেডান বনাম সূফিনগর শেখ রাসেল একাদশ। নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় পক্ষ একটি করে গোল করে। পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে সুফিনগর মোহামেডান একাদশ জয়লাভ করে।

খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: বাবুল। বিশেষ অতিথি ছিলেন দুবাই প্রবাসী মো: নুরুল ইসলাম তাজু, মো: আনোয়ার ও মো: জসিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!