এলনিউজ২৪ডটকম : উপজেলার চুনতি সূফিনগর যুব ঐক্য’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ ৩০ জুন বিকেল অনুষ্ঠিত হয়েছে।
সুফিনগর কুতুবিয়া আমিন উল্লাহ এবতেদায়ী মাদ্রাসা মাঠে আয়োজিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সুফিনগর মোহামেডান বনাম সুফিনগর আবোহানী একাদশ। খেলায় সুফিনগর মোহামেডান একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন এডভোকেট ইমতিয়াজ হোছাইন টিটু। তাকে সহযোগিতা করেন মোঃ রুবেল ও মোঃ সৈয়দ নূর। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ শেখ ছোটন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন দুবাইস্থ চুনতী সমিতি দুবাই’র সভাপতি ও যুব সমাজের অহংকার চুনতীর কৃতিসন্তান নুরুল ইসলাম তাজু, মোঃ আনোয়ার, মোঃ আবদুল কুদ্দুস, শাহনুর, মোঃ আরমান, মোঃ জসিম প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ জয়ী ও পরাজিত দলের হাতে ট্রপি তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সেরা গোল রক্ষক মোঃ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে সুফিনগর যুব ঐক্য’র পক্ষ থেকে সুফিনগর বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়নের জন্য ৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।