এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে ২০ জুন দুপুরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ উৎসাহ প্রদানের জন্য ১৭টি ইউনিয়ন থেকে বাছাই করে বিভিন্ন ওয়ার্ডের দক্ষ ও দায়িত্ববান গ্রামে পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে ছাতা, টর্চ লাইট, টি-শার্ট ও বাঁশি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন এ স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন। সাতকানিয়া থানা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, দৈনিক প্রথমআলো সাতকানিয়া প্রতিনিধি মামুন মোহাম্মদ, সাতকানিয়া থানার এসআই দীপন চন্দ্র সরকার, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ আব্দুল খালেক প্রমুখ।
অপরাধ এবং অপরাধীদের তথ্য সহ বিভিন্ন সংবাদ তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত অফিসারকে জানানোর জন্য গ্রাম পুলিশদের প্রতি অনুরোধ জানান উপস্থিত নেতৃবৃন্দ।