এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পুজা উপলক্ষে গত ২৫ আগষ্ট হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা হল রুমে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ উল্যাহ। এতে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি পতœী রিজিয়া রেজা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাফুজুন্নবি খোকন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব দাশ, সহ সভাপতি ডা. রতন দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য, নারীনেত্রী নার্গিস আকতার, সম্পা দেবী, কোহিনুর আকতার, মানবাধিকার কর্মী মামুন প্রমুখ।
ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।