নিউজ ডেক্স : সাতকানিয়ায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইউপি সদস্যকে অর্থদন্ড দেয়া হয়েছে। তাঁর নাম আলী আকবর (৪০)। ২ মে মঙ্গলবার বেলা ১১ টায় সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ ইমতিয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ধর্মপুর ইউনিয়নের গীর্জ বড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আলী আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ ইমতিয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলনের সময় আলী আকবরকেসহ বালু ভর্তি (চট্টমেট্রো-ড-১১-১৭২৯) নাম্বারের একটি ড্রাম ট্রাক হাতেনাতে আটক করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমান করা হয়।