
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ নাশকতার ১০ মামলার জামায়াত ক্যাডারসহ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, অভিযানে গ্রেফতার সাতকানিয়ার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া রূপকানিয়ার (জাফর সাদেকের বাড়ি) সিরাজুল হকের ছেলে আবদুল্লাহ আল ফারুক প্রকাশ মো. ফারুক ২০১৩-১৫ সালে জামায়াত শিবিরের তাণ্ডবের সময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পুলিশ অ্যাসল্ট, সরকারি-বেসরকারি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র-আইন, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে জিআর-২৮/১৩ এর পলাতক আসামি উত্তর ঢেমশা মাইজপাড়ার মোহাম্মদ শফির ছেলে মো. শাহাদাত (২৩), জিআর-৬৯১/১৬ এর পলাতক আসামি মনেয়াবাদ পুরানগড়ের মৃত ছালেকের ছেলে মো. ফরহাদ (২৬), সাতকানিয়া থানার মামলা নম্বর-২৪(০৭)১৭ এর সন্দিগ্ধ আসামি পৌরসভার গোয়াজর পাড়ার মফিজুর রহমানের ছেলে মো. জাবেদকে (২০) গ্রেফতার করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner