নিউজ ডেক্স : সাত মামলার পলাতক আসামি ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলমগীর মোর্শেদ (৪০) কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
১ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় বাজালিয়া বাসস্ট্যন্ড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। আলমগীর মোর্শেদ উপজেলার উত্তর ছদাহা, মিজির বাড়ির মৃত মাওলানা আহমদ হোসেনের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে এএসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।