
নিউজ ডেক্স : সাতকানিয়া থানার দেউদিঘীর পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা মিশু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা মিশু একই থানার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে নিজে নিজে হঠাৎ করে পড়ে আঘাত পান মিশু। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ যাওয়ার আগে মরদেহ বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে মোটরসাইলে চলানো অবস্থায় স্ট্রোক করেছেন মিশু। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner