_____জেসমিন সুলতানা চৌধুরী_____
সবুজ সেনানী মোরা এদেশের তরে,
সবুজেই করি বসবাস
তাই যেন হয় চিরতরে।
সবুজ পতাকা মোদের
সবুজেই অহংকার।
সবুজের রূপ সূধা করি পান,
সবুজই মোদের ধ্যান জ্ঞান।
বিশেষ দিবসে মোরা লাল সবুজে নিজেকে সাজাই,
লাল সবুজে নিজেকে রাঙ্গাই।
লাল সবুজে আল্পনা আঁকি,
সবুজের জয়গান গাই মোরা
সবুজ মনে স্বপ্ন দেখি।
তবু ও তৃপ্তি মিঠে না
মন ছুঁতে চায় পাহাড়ের উঁচু টিলা,
যেখানে শুধু সবুজের সমারোহ।
প্রকৃতির সবুজাভ রূপ
বিষ্ময় জাগায় ।
মন চায়-
সরষে ফুলের হলুদ মাঠে
ডানা মেলে উড়ে বেড়াই,
সাগরের বালুচরে হেঁটে হেঁটে ঝিনুক কুড়াই,
রাতের আঁধারে সাগর বেলায় বসে সারা গায়ে জ্যোৎস্না মাখাই ।
ইচ্ছে হয় ছুটে যাই
দূর দিগন্তের ঐ সবুজের দেশে
যেখানে আকাশ এসে মিশেছে
নীল সবুজ পাহাড়ের পাদদেশে।
আকাশের ঝিকিমিকি তারাগুলো বলে যেন কানে কানে,
সাজিয়ে দেব তোমায়
এসো না আমার পানে ।