নিউজ ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা অতীতে বলেছিলাম যে আমরা সংসদে যাব না, ওই মুহূর্তে আমাদের সেই সিদ্ধান্ত সঠিক ছিল না, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’ রবিবার (৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্রফোরামে আয়োজনে বিএনপির সাবেক নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর চতুর্থ স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আর দলীয় সিদ্ধান্তেই আমি শপথ নেওয়া থেকে বিরত থেকেছি। এটা আমাদের কৌশলেরই অংশ।
তিনি আরও বলেন, ‘আমরা বসে থাকব না। পথ খুঁজবো। দেশে সুশাসন নেই। বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদেরকে দুই দিকেই লড়াইটা করতে হবে। ভেতরে (সংসদের) থেকেও কথা বলতে হবে, বাইরে থেকেও কথা বলতে হবে। ‘
এ সময় ‘বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং দলে কোনো সমস্যা নেই’ দাবি করে তিনি বলেন, ‘আমাদের দলে এতোটুকুও সমস্যা নেই। দল ঐক্যবদ্ধ আছে। আমরা কঠিন সময় অতিক্রম করছি। এই কঠিন-সংকটময় মুহূর্তে আমাদের কমিটমেন্ট রাখতে হবে। বিপদ সামনে নিয়েও আমাদের এগিয়ে যেতে হবে। কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। বুক বেঁধে সোজা হয়ে দাঁড়ান। নেভার গিভ আপ।’
সভায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘ওনার জামিন দিতে সরকার ভয় পায়। কারণ দেশনেত্রীকে মুক্তি দিলে হ্যামিলয়নের বাশি ওয়ালার মতো তার পেছনে মানুষ ছুটে আসবে। ওনার সুচিকিৎসা দরকার। কারারুদ্ধ অবস্থায় তার স্বাস্থ্যের কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।’
সভায় সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।