কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আশ্রয় নিয়েছে আরো ৮৯৬জন রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা গত ২০১৭ সালের ২৫ আগষ্টের পরে এপারে চলে এসে নাইক্ষ্যংছড়ির ছনখোলা শূণ্য রেখায় অবস্থান করছিল। সেখানে প্রায় সাড়ে ৩হাজার রোহিঙ্গা রয়েছে। মঙ্গলবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের নিজস্ব গাড়ী দিয়ে ছনখোলা শূণ্যরেখা থেকে রোহিঙ্গাদের ক্যাম্পে আশ্রয় নিশ্চিত করার জন্য প্রথম দফায় ৮৯৬জন রোহিঙ্গা নারী,পুরুষ,শিশুকে আপাতত ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করে কুতুপালং ইউইউ জোন নামের নতুন ক্যাম্পে আশ্রয় দেওয়া হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, ছনখোলায় আশ্রিত রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও সংস্থা সহ স্থানীয় গ্রামবাসি এ পর্যন্ত ও সাহায্য সহযোগিতা করে আসছিল। এসব রোহিঙ্গাদের স্থানান্তর করতে গিয়ে অনেক বাধা বিপত্তি মূখে পড়তে হয়েছে বলে দাবী করে ইউএনও জানান, এসব রোহিঙ্গারা মনে করছেন তারা ক্যাম্পে চাইতে ছনখোলা শূণ্যরেখায় ভাল ছিল। বাকী রোহিঙ্গাদেরও অনূরূপ ভাবে ফিরিয়ে আনা হবে বাংলাদেশ রেডক্রিসেন্টের কক্সবাজারস্থ কো-অডিনেটর সেলিম আহমদ সাংবাদিকদের জানিয়েছেন।