লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান শাহ মজিদিয়া ইসলামিক কিন্ডার গার্টেনে ০৩ (তিন) জন দক্ষ শিক্ষক আবশ্যক।
১. সহকারি শিক্ষক (গণিত) ০১ জন, বিএ/সমমান।
২. সহকারি শিক্ষক (ইংরেজী) ০১ জন, বিএ/সমমান।
৩. সহকারি শিক্ষক (ক্বারী) ০১ জন, ফাজিল ও নুরানী ট্রেনিংপ্রাপ্ত।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৪ ইং।
যোগাযোগের ঠিকানা
সভাপতি/সেক্রেটারি
শাহ মজিদিয়া ইসলামিক কিন্ডার গার্টেন
উত্তর কলাউজান, নাজির খাঁ দিঘীর পাড়। কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।
মোবাইল নং-01817381329, 01815716246