
নিউজ ডেক্স : নড়াইলের লোহাগড়ায় নওশের শেখ নামে (৬৫) এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, নওশের শেখ শুক্রবার বেলা ১১টার দিকে বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ হাসুয়া দিয়ে নওশের শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখকে (৪০) আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান, অভিযুক্ত ফারুক শেখ প্রায়ই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে যেতেন। কোনো কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন। ফারুকের সঙ্গে নওশের শেখের কোনো বিরোধ ছিল না। এদিকে ফারুকের মানসিক সমস্যা আছে বলে দাবি করেছে তার পরিবার। -ইত্তেফাক

Lohagaranews24 Your Trusted News Partner