এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া শ্রমিক ঐক্য পরিষেরদ উদ্যোগে আজ ১ মে সকালে ‘মে দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালী বের করা হয়। র্যালীটি বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। লোহাগাড়া সদরের এক মার্কেটের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরকান সড়ক ট্রাক সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান ও লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল।
বক্তব্য রাখেন লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, জেলা শ্রমিক নেতা আরিফুর রহমান, লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, লোহাগাড়া বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বেলাল, পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ শওকত আলী শেখু, লোহাগাড়া হাইয়েস মাইক্রো কার চালক কল্যাণ সমিতির সফল সভাপতি মোহাম্মদ আবু তাহের, শ্রমিক নেতা আবুল হোসেন মনু ও নুরুল ইসলাম প্রমুখ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা বলেন, বাংলাদেশ পুলিশ শ্রমিকদেরকে কোন প্রকার হয়রানী করবে না। শ্রমিকদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান করতে হবে। কোন প্রকার শ্রমিকদের উপর অত্যাচার, নির্যাতন কিংবা হয়রানী করা যাবেনা। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে দিনরাত পরিশ্রম করে থাকেন। তিনি আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মহাসড়ক ছাড়া অন্যান্য উপজেলা মহাসড়কে সিএনজি চলতে পারে। কিন্তু লোহাগাড়ার মহাসড়কে কেন সিএনজি অটোরিক্সা চলাচল করতে পারবে না ? এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে শ্রম সময় ৮ঘন্টা করার দাবীতে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আন্দোলনরত শ্রমিক সমাবেশে পুলিশের গুলিবর্ষণের কারণে বহু শ্রমিক হতাহত হয়।
এছাড়া মে দিবসের অনুষ্ঠানে আগত প্রধান অতিথি সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লাকে লোহাগাড়া অটোরিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাহাদুর ফুল দিয়ে শুভেচ্ছা জানান।