এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরে অবস্থিত মা-মণি হাসপাতালের সাথে ভারতের “ROYAL CARE SUPER SPECIALTY HOSPITAL” এর সাথে চিকিৎসা সহায়তা চুক্তি হতে যাচ্ছে। চুক্তি সম্পাদন করতে লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম আগামী ১৫ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন বলে জানা যায়।
এম. এ. কাশেম জানান, চুক্তি সম্পাদন হলে উন্নত চিকিৎসা সেবা সহায়তা ও জটিল পরীক্ষা পর্যবেক্ষণসহ নানা সুবিধা গ্রহণ করা যাবে ভারতের ওই হাসপাতাল থেকে। এছাড়াও মা-মণি হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের ট্রেনিং দিতে ট্রেইনার পাঠাবে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।