এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ ১৭ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত নির্বাচনে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদ।
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ও বেলা ২টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ২১ ভোটের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও রিটার্নিং অফিসার এম এম আহমদ মনির। নির্বাচনে লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক প্রিজাইডিং অফিসার ও শিক্ষক সুনীল কুমার চৌধুরী সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।