লোহাগাড়া নির্মাণ শ্রমিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ শুভেচ্ছা জানান কনফিডেন্স সিমেন্ট লিমিডেটের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ আবুল আজম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া নির্মাণ শ্রমিক এসোসিয়েশনের সভাপতি এয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ-সভাপতি জিয়াবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক, নুরুল আলম ও মোজাফফর আহমদ প্রমুখ।

লোহাগাড়া নির্মাণ শ্রমিক এসোসিয়েশন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আবুল আজম চৌধুরী বলেন, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। -খবর প্রেস বিজ্ঞপ্তির