Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

লোহাগাড়া ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

full_1531486431_1428247228

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ৬ আগষ্ট দুপুরে উপজেলা সংলগ্ন সাতকানিয়া উপজেলার ছদাহার একটি কমিউনিটি সেন্টার গিয়ে এক বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। পদুয়া আলী সিকদার পাড়ার মেম্বার লিয়াকত আলী এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, আলী সিকদার পাড়ার জনৈক আবুল হোসেন মিকারের কন্যা জন্নাতুল ফেরদৌস ওরফে আইরীন (১৬) এর সাথে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মোঃ ইউসুফের বিদেশ ফেরত পুত্র আবদুর রহিম (৩২) এর বিয়ের দিন ধার্য্য ছিল। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জানতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে কমিউনিটি সেন্টারে হানা দিয়ে বিয়ে বন্ধের কার্যক্রম গ্রহণ করেন। কনের পিতা কনের বয়স ১৮ বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গিকারনামা প্রদান করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!