এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার সদরের একটি ফিলিং ষ্টেশনের সামনে ২৮ জুলাই রাত ৯টায় তেলবাহী গাড়িতে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিচ ইয়াবাসহ চালককে আটক করেছে র্যাব।
আটক গাড়ি চালক মোহাম্মদ ইসমাইল প্রকাশ কালু ড্রাইভার লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মৃত আলী হোসেনের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন র্যাব- ৭ কক্সবাজার কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম শহরমুখী তেলবাহী গাড়িতে (ঢাকামেট্রো-ন-৭৯৫৯) তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত গাড়ি চালক, গাড়ি ও ইয়াবাগুলো র্যাব হেফাজতে রয়েছে বলে জানা গেছে।