এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের বটতলী মোটর ষ্টেশন হতে ১৮ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে ৩০ এপ্রিল সকালে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত নেজাম উদ্দিন (৩২) উপজেলার চুনতি বনপুকুর এলাকার গোলাম ছোবহান প্রকাশ আবদুল্লাহর পুত্র।
লোহাগাড়া থানা পুলিশের এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। জানা যায়, আটককৃত নেজাম উদ্দিন ১৭টি বন মামলা ও ১টি জিআর মামলাসহ মোট ১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী। দীর্ঘদিন ধরে সে পুলিশকে গা ঢাকা দিয়ে চলে আসছিল। একইদিন তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।