
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ‘হোম কোয়ারেন্টাইন’ আদেশ অমান্য করায় বিদেশফেরত মো. হোসেন নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কলাউজান মিজায়ী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
ইউএনও জানান, সপ্তাহ খানেক আগে ওমান থেকে দেশে ফিরেন। নিয়ম অনুযায়ী তিনি ও তার পরিবার ‘হোম কোয়ারেন্টাইন’ করার কথা। কিন্তু তিনি সে নির্দেশ না মেনে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ কারণে তার আর্থিক অবস্থা বিবেচনা করে ৫ হাজার জরিমানা করা হয়।
