এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। আজ ৩০ জুন শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার এসআই মফিজুল ইসলাম। গ্রেফতারকৃত মনসুর (৪৫) উপজেলার সদর ইউনিয়নের মৃত ফরিদ তহসীলদারের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মনছুর একটি হত্যা মামলার (মামলা নং- ০৪(১২)২০০০) ওয়ারেন্টভূক্ত আসামী। তিনি দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।