এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবসে ৫ জন প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত ৩ জনকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সকালে উপজেলা বিআরডিবি’র হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বারের প্রতিপাদ্য “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা”।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু প্রধান অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সমাকর্মী আরমান বাবু রোমেল।
বিষেশ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিজয় কুমার বড়ুয়া, হারুনর রশিদ ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও বয়স্ক ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কাজ করছে।