এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পশ্চিম কলাউজান হরিনাবিল এলাকা সন্নিহিত সংরক্ষিত বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে সপ্তাহ খানেক আগে এলাকাবাসী লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, ওই সংরক্ষিত বনাঞ্চলের ২০ একর জায়গায় প্রায় ১৫-২০ হাজার বিভিন্ন প্রজাতির গর্জন, চাপালিশ, জাম ও জারুল গাছ রক্ষিত আছে। যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশী। স্থানীয় জনৈক মোঃ হাশেমসহ আরো কয়েকজন উক্ত বনাঞ্চলের জায়গা বন্দোবস্তি দাবী করে সেখানে থাকা গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে সংরক্ষিত বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগও নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগে প্রকাশ। তবে এ ব্যাপারে বনবিভাগের কারো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্তরা দাবী করছেন, তারা ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে গাছ কাটছেন।
স্থানীয়রা সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।