Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

440

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আলুরঘাট সড়কের দর্জিপাড়া সংযোগস্থলে গত ২১ এপ্রিল রবিবার সকাল ৮টায় আহত বৃদ্ধ আহমদ কবির (৭০) আজ ২২ এপ্রিল সকালে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি লোহাগাড়া দর্জিপাড়ার মৃত আজম উল্লাহর পুত্র ও ২ পুত্র এবং ৪ কন্যা সন্তানের জনক। একইদিন বিকেলে দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, ঘটনারদিন নিজ বাড়ি দর্জিপাড়া থেকে লোহাগাড়া বটতলী আসার পথে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হতে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মোটরসাইকেল চালকের বিরুদ্ধে অভিযোগ না থাকায় গাড়িটি আটক কিংবা কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!