এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাস্ক না পরায় ২০ জনকে ৩ হাজার ৫০ টাকা জরিমানা গুনতে হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বার আউলিয়া মাজার গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২০ জনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের সমির বরণ চৌধুরী, নয়ন দাশ ও থানা পুলিশের একটি টিম।